টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মত এবারও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও আজ ভাসানীর পরিবার, মুরিদানসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. আলাউদ্দিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এর পর ভাসানীর পরিবারের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও সন্তোষে আলোকচিত্র প্রদর্শনী দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, কোরান তেলাওয়াতসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। মাজার প্রাঙ্গণে বসেছে মেলা।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল