ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারী চালিত অটো রিকশার সাথে সংঘর্ষে আব্দুল হামিদ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার করুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হামিদ ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের সন্তান।
হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ে যাবার পথে করুয়াপাড়া নামক স্থানে ব্যাটারি চালিত ধান ভর্তি অটো রিকশার সাথে ধাক্কা লাগে। ধাক্কায় হামিদ মোটরসাইকেল নিয়ে উল্টে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন