হিন্দু বাড়িতে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার হিন্দু মহাজোটের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার আহবায়ক রবীন্দ্রনাথ দেবনাথ. মোল্লাহাট উপজেলার সভাপতি ডা. মনোরঞ্জন হালদার, চিতলমারীর জুড়ান মন্ডল, কচুয়ায় অঞ্জন কুমার মৃধা, মোংলার অম্বরিশ হালদারসহ ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রংপুরে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও নির্যাতনের রেশ কাটতে না কাটতেই বাগেরহাটের চিতলমারীতে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা অবিলম্বে দোষিদের গ্রেফতারের দাবি জানাই। আর এধরনের ঘটনার পুণরাবৃত্তি না ঘটে সে জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল