কক্সবাজারের পেকুয়ায় জসিম উদ্দিন (৩০) নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির একটি গাছে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন থানা পুলিশে খবর দিলে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। জসিম উপজেলার টেটং বকসু মুরা এলাকার ক্বারী মো. ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানায়, স্ত্রীর পরকিয়ার জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/হিমেল