ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং ষ্টেশন এলাকা থেকে দুরপাল্লা রুটের একটি বাস তল্লাশি করে ৪০ মন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে বরিশালগামী ওই বাস তল্লাশি করে উদ্ধারকৃত পলিথিনের বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন। পরে অবৈধ পলিথিন বহনের দায়ে বাসের চালক ফরিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত পলিথিন ধংস করার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাইওয়ে থানার ওসি জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে একই মহাসড়কের গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে ঢাকাগামী ৩টি বাস তল্লাশি করে শিকার নিষিদ্ধ ২৫ মন জাটকা জব্দ করা হয়। শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয় বলে হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন