বগুড়ায় মাদক বিরোধী সমাবেশ করেছে যুব ইউনিয়ন জেলা কমিটি। শুক্রবার সকাল ১১টায় শহরের সাতমাথায় সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।
যুব ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অখিল পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি নাদিম মাহমুদ, সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম, আয়েন উদ্দিন শেখ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন