বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের মালগ্রাম চাপড় পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত রঞ্জু হোসেন (৪০) মালগ্রাম লিল্লাহ হাজির মোড়ের আব্দুল সামাদের পুত্র।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে শহরের ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের যেকোন সময় তাকে হত্যা করে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আছলাম আলী জানান, নিহত রঞ্জুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।দুর্বৃত্তরা রঞ্জুর মাথায়, দু'হাত ও পাজরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারজানা