মেহেরপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ থেকে ১২ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সকালে তাকে আটক করা হয়। আটক ইসমাইলের বাড়ি সদর উপজেলার শ্যামপুর গ্রামে।
বিজিবির রংমহল বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, সীমান্তে গাঁজা পার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১২ কেজি গাঁজাসহ ইসমাইলকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার