লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চর আবদুল্লাহের তেলিরচর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, জোয়ারে লাশটি তেলির চর এলাকায় ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম