দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজের দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহব্বান জানান বক্তারা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর টুকু খানের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন-উর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হারুন অর রশীদ ভূইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, সদস্য প্রধান শিক্ষক নান্নু মিয়া, সাংবাদিক শিব শংকর রবিদাস, শিক্ষক তাপস কুমার কুন্ডু, শিক্ষিকা ইয়াসমিন আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা