বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলা মহিলা পরিষদ ও রুপান্তসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইন ২০১০ বাস্তবায়ন করতে হবে। মাদকের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী নির্যাতন ও মাদক বিস্তারের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট পারভিন আহম্মেদ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আজাদ, বাগেরহাট মহিলা পরিষদের উপদেষ্টা তহুরা হোসেন, জেলা মহিলা পরিষদের সভাপতি শিল্পি সমাদ্দার, সহ-সভাপতি সালমা নাসরিন পলি, লিগ্যাল এইড সম্পাদক জাহানার খাতুন, সাংগঠনিক সম্পাদক হেনা চৌধুরী, এ্যাড. মিলন ব্যানার্জী, নাদিরা আক্রাম, সোনালী সোম, শিল্পি আক্তার, রেক্সোনা হাসান, তাজমিন নাহার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার