সাতক্ষীরার কলারোয়ায় লিমা খাতুন (১৩) নামে এক কিশোরী গৃহবধূ গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
লিমা কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের পুত্র মাসুদ রানার স্ত্রী এবং শেরপুর জেলার নকলা থানার কুঠেরচর গ্রামের আ. জলিল খানের কন্যা।
স্থানীয় কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম জানান, রানা ও লিমা পরস্পরকে ভালোবেসে পরিবারের অগোচরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও পরবর্তীতে উভয়ের পরিবার তাদেরকে মেনে নেয় এবং তারা শান্তিতে সংসার জীবন অতিবাহিত করছিল। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ কেন সে আত্মহত্যা করল তা কেউ বুঝতে পারছি না।
লিমার ফুপা হেলাল জানান, লিমার আকস্মিক মৃত্যুতে তারা কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েছেন। তিনি বলেন, সে আত্মহত্যা করেছে, না তার মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা তারা বুঝতে পারছেন না। তবে এখনো তারা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/মাহবুব