নভেম্বর মাস চলে গেলেও হাওরাঞ্চলে এখনো বাধেঁর কাজ শুরু না হওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ। নেত্রকোনার খালিয়াজুরী হাওরে ফসল রক্ষা বাঁধ অবিলম্বে মেরামতের দাবিতে দফায় দফায় মানববন্ধন করছে উপজেলা বাসী। বৃহস্পতিবারও জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে তারুন্যের আর্তনাদ নামের একটি সংগঠন। এতে কৃষক সামাজিক রাজনৈতিকসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন খালিয়াজুরী প্রেস ক্লাব সভাপতি শফিকুল ইসলাম, তারুণ্যের আর্তনাদের সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম, সমাজকর্মী জাকির হোসেন মানিক, নাসির উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, গাফিলতি করে কাজ করা হয় দুর্নীতি করার জন্য। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়। আগে যারা দুর্নীতি করেছে তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে দ্রুত কাজ শুরু করার দাবি জানান কৃষকরা।
কৃষকরা আরও বলেন, এবার নভেম্বর মাস চলে গেলেও বাঁধ নির্মাণে কোন কার্যক্রম নেই। এই কাজ শেষ হতে হতে আবার পানি চলে আসলে এবারও ফসল হারাবো আমরা।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো. আবু তাহের জানান, এবার নতুন নীতিমালা তৈরি হয়েছে। হাওরের ৮টি হাওরের বেড়ী বাঁধের জন্য তিন কোটি টাকা বরাদ্দ এসেছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হবে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা