নেত্রকোনা সদর উপজেলার বড়ওয়ারী এলাকায় সড়কের পাশে পড়ে যাওয়া লরি উদ্ধার করতে গিয়ে আনোয়ার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কে-গাতী ইউনিয়নের বড়াইলে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আনোয়ার একই ইউনিয়নের হাকুন্ডলি গ্রামের মিরান্দের ছেলে।
নেত্রকোনা মডেল থানার এসআই আল আমীন জানান, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে ছিলো। সেটিকে উদ্ধার করতে অপর একটি লরি দিয়ে টানতে গেলে দড়ি ছিড়ে শ্রমিক আনোয়ার পড়ে যায়। এসময় উদ্ধারকারী লরির নীচে চাপা পড়েই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়ছে। মামলার পস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/মাহবুব