চট্টগ্রামের পটিয়ায় পৌরসভার পোস্ট অফিস এলাকায় মাইক্রোবাসের ভেতর থেকে আবদুল হাকিম (৬০) নামে একজনের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে ছিল আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট। আবদুল হাকিম কুমিল্লা জেলার মুরাদপুরের নেয়ামতপুর এলাকার ছামির উদ্দিনের ছেলে।
পুলিশের ধারণা, ওই ব্যক্তি একজন মাইক্রোবাস চালক। মাইক্রোবাস ছিনিয়ে নিতে না পেরে আবদুল হাকিমকে জবাই করে হত্যা করা হয়েছে।
পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি নগরীর লালদীঘি এলাকা থেকে ভাড়া নিয়ে কক্সবাজার যায়। পরে সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে রাতে ফেরার সময় কক্সবাজার-চট্টগ্রাম সড়ক থেকে যাত্রীবেশে কিছু ছিনতাইকারীরা উঠে গাড়িতে। তবে আমাদের ধারণা, তারা মাইক্রোবাসটি ছিনিয়ে নিতে না পেরে চালককে ভেতরে জবাই করে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ই জাহান