পরিবেশ, জীববৈচিত্র, প্রাকৃতিক ভারসাম্য তথা নদ-নদী দখল, দূষন ও শাসন থেকে রক্ষার দাবিতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দেলনের তিন দিনব্যাপী নদী যাত্রার প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের ক্রসবারে-৩ মানবন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
নদী বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, ড. মহসিন, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির নেতা নব কুমার, যুগ্ম সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, মো: কালিমুল্লাহ ও জেলা কমিটির সাধারন সম্পাদক রফিক মোল্লা, আন্দেলনের নেতা মামুন বিশ্বাস, রুখসানা ইসলাম জয়া প্রমূখ।
এসময় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ দিকে নদী যাত্রাটি ৩০ নভেম্বর ঢাকা বঙ্গবন্ধু কলেজ থেকে শুরু হয়ে রংপুর, লালমনিরহাট, নিলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটে পথ সভা, মানবন্ধন ও পেশাজীবিদের সাথে মতবিনিময় শেষে ২ ডিসেম্বর ঢাকার উদ্দ্যেশে ফিরে যাবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন