চুয়াডাঙ্গার দামড়হুদা ও আলমডাঙ্গায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত মাদকব্যবসায়ী ও মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৃথক এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে দামুড়হুদার দক্ষিণচাদপুর গ্রামের মহিরউদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০) ও কালিদাসপুর গ্রামের যাদব মন্ডলের ছেলে বিকল হোসেনকে পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ আছে। বেলা তিনটায় আটক দুজনকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের কক্ষে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালতের সামনে আটক দুজন তদের অপরাধ স্বীকার করে। দুজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালতে পুলিশের আটক করা দুই মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবিকে হাজির করা হয়। আদালতের সামনে আটককৃতরা তাদের দোষ স্বীকার করে।
আদালত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে আলমডাঙ্গা উপজেলার গোপালনগর গ্রামের মৃত ঠান্ডু শেখের ছেলে আনারুল ইসলাম (৪৫) ও আলিয়াটনগর গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে মহির উদ্দিনকে চার মাস করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদকসেবি শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ডালিম হোসেনকে (৩০) তিন মাস, তিয়রবিলা গ্রামের শরিফুল মালিতার ছেলে নাজমুল হককে (২৫) এক মাস ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোতাহার হোসেনকে (৫৫) দুই মাস কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ