স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে বৃহত্তর ফরিদপুরকে নিয়ে যে বিভাগ গঠিত হবে সে বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুরে। ফরিদপুরকে ঘিরেই হবে এ অঞ্চলের সব উন্নয়ন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, দেশের মানুষ পর পর দুইবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আজ বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসাবে আর ২০৪১ সালে ধনী দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে।
আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ফরিদপুর হচ্ছে শান্তির শহর। ফরিদপুরের আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভালো। আর এ কারণেই ফরিদপুর জেলা সারাদেশের মধ্যে অর্থনৈতিক অঞ্চল হিসাবে শ্রেষ্ঠ জেলা বিবেচিত হয়েছে। ফরিদপুরের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আরো উন্নয়ন হবে। ফরিদপুর পৌরসভার পরিধি ৪ গুণ বাড়ানো হয়েছে। অচিরেই ফরিদপুরকে ‘সিটি করপোরেশনে’ রুপান্তরিত করা হবে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে আয়োজিত বিশাল এ সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফুয়াদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, শহর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী মোঃ হাসান, সাধারণ সম্পাদক এমার হক, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন যুবলীগ নেতা অ্যাডভোকেট জাহিদ বেপারী ও সোহেল রেজা বিপ্লব।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন