নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালি এলাকায় যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতন করে আফসানা (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহম্পতিবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আফসানার স্বামী রাসেল মিয়া পলাতক রয়েছেন। নিহত আফসানা বেগম উপজেলার নাওড়া এলাকার আশোক আলীর মেয়ে।
আফসানার বাবা আশোক আলী জানান, ২০১৩ সালে ইছাখালী এলাকার কামাল হোসেনের ছেলে রাসেল মিয়ার সঙ্গে আফসানা বেগমের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ২ লাখ টাকা দেয়া হয়। তাদের সংসারে আলভি নামে ৩ বছরের শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রাসেল মিয়া ইয়াবাসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময়ই মারধরসহ বিভিন্ন ভাবে জ্বালা যন্ত্রনা দিত। এছাড়া রাসেল ও শাশুড়ি রাহেলা বেগমসহ শশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করলে বাপের বাড়ি থেকে বেশ কয়েকবার টাকাও এনে দেয়া হয়। আফসানার স্বামী রাসেলকে মাদকের টাকা না দেয়ায় বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে রাসেল মিয়ার সঙ্গে আফসানা বেগমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শারীরিক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় আফসানাকে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নিহত আফসানাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকান্ডের ঘটনা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।
বিডিপ্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ই জাহান