পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি সু-শৃংখল, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর সংগঠন। তারা ইসলামের লেবাসে হঠকারী রাজনীতি করছে না, কোন অপশক্তির ছত্রছায়ায়ও লালিত হচ্ছে না। তিনি বলেন, দিন দিন মাদরাসা শিক্ষকদের সম্মান বেড়েই চলেছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য। দেশের চলমান উন্নয়নের জোয়ারে তাদেরকে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।
মন্ত্রী বৃহস্পতিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা দরবার শরীফের দারুস সুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার মানোন্নয়নে মাদরাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে ৪১৩ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হবে। মাদরাসা শিক্ষায় অধিক দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল সৃষ্টি হবে। তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, যা দেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচি, এসডিজি ও ভিশন ২০২১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা সভাপতি ও নাঙ্গলকোট মৌকারা দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালি উল্লাহীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার বরুড়া আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় সভাপতি এএমএম বাহাউদ্দিন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ