মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে থেকে অপহরণের পর অপহৃত প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত সেই প্রবাসীর নাম ফোহাদ বখত চৌধুরী (৩৫)। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার রাতেই শহরতলীর পাগুলিয়া উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে ফোহাদ বখত চৌধুরীকে উদ্ধার করা হয়। অপহৃত ফোহাদ বখত চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল মান্নান বখত চৌধুরীর ছেলে। তিনি মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, অপহৃত ফোহাদের আপন ভাই তার কিছু আত্মীয়-স্বজনের যোগসাজশে শত্রুতাবসত তাকে উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে মাদকসেবী আখ্যা দিয়ে আটকে রাখার চেষ্টা করেন।
তিনি আরও জানান, অর্থের বিনিময়ে উদ্দীপনও একজন স্বাভাবিক মানুষকে মাদকাসক্ত সাজিয়ে আটকে রাখার চেষ্টা করেছে। এ ঘটনায় সন্দেহজনক আটককৃতরা অপহৃত ব্যক্তির আত্মীয় ও উদ্দীপন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের লোক। এ বিষয়ে থানায় অপহরণ মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর