সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমানের গাঁজাসহ আকলিমা বেগম ওরফে অন্তরা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লাস্থ হাজী সামসুদ্দিন স্কুলের সংলগ্ন লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে থানার (এসআই) জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার করে। এসময় ওই বাড়িতে তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ীর স্বামীর নাম মোঃ সালাম। সে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লাস্থ হাজী সামসুদ্দিন স্কুলের সংলগ্ন লুৎফর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোয়ালবার বাজার এলাকায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) জাহাঙ্গীর আলম নারী মাদক ব্যবসায়ী আকলিমা বেগম ওরফে অন্তরাকে গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করা করেছেন।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ