পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলার শহরে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়কের প্রদক্ষিণ করে পৌর টাউন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। র্যালি শুরু হওয়ার আগে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনের বেলুন উড়িয়ে র্যালিটি উদ্ধোধন করেন খাগড়াছড়ি সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।
এসময় উপস্থিত ছিলেন নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান।
র্যালিতে পাহাড়ী বাঙ্গালী চাকমা, মারমা, ত্রিপুরা সকলের মিলেমিশে নিজস্ব পোশাক পরিধান করে আনন্দ উৎল্লাসে মেতে উঠে। সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় শিল্পী হায়দার আলীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ