বেনাপোল বন্দরে আজ সকালে বাংলাদেশ থেকে ভারত প্রবেশকালে স্বর্ণসহ দুইজন ভারতীয় যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রীদের নাম সঞ্জীব ভার্মা ও নুরুল হক।
গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হকের জুতার ভেতরে ৪ পিস স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। পরে সন্দেহজনকভাবে সঞ্জীব ভার্মাকেও আটক করা হয়।
তাদেরকে স্থানীয় ক্লিনিকে নিয়ে এক্সরে করে উভয়ের তলপেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শুল্ক গোয়েন্দা তাদের শরীর (তলপেট) থেকে স্বর্ণ বের করার কাজ করছেন।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ