নেত্রকোনায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শুকুর মাহমুদ মিয়ার সঞ্চালনায় কার্ড বিতরণ অনুষ্ঠানের আগে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরূল হুদা।
এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ছাড়াও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা শাকিলা দিল হাছিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম, শিক্ষাবিদ যতীন সরকার, ডাঃ এম এ হামিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি রমতিয়র রহমান খান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নূরুল আমিন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।
আজ থেকে শুরু হওযা কার্ড বিতরণ কার্যক্রম চলবে মাসব্যাপী। পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ভাগে ভাগে এই কার্ড বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ