বগুড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, টিএমএসএস নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।
পরে জেলা প্রশাসক শহরের ১০ জন বিশিষ্ট নাগরিকের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। বগুড়ায় ৩ লাখ ৮০ হাজার ভোটারের মাঝে জাতীয় ম্মার্ট কার্ড বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা