রুশ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তাহলেই কেবল শোষণ, লুটপাট, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। মেহনতি শ্রমিক ও কৃষকের অধিকার প্রতিষ্ঠা হবে। চিরতরে বন্ধ হয়ে যাবে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুরে মহান রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা রুশ বিপ্লব উদযাপন কমিটির আহবায়ক ডা. তন্ময় স্যানালের সভাপতিত্বে শহরের স্যানাল বাড়ির মাঠে উক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, জাতীয় গণফ্রন্ড কেন্দ্রীয় সভাপতি কমরেড টিপু বিশ্বাস, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মুরাদ মোর্শেদ, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা, বাসদের (মার্কসবাদী) উপজেলা কমিটির সমন্বয়ক রঞ্জন কুমার দে, সাইফুল ইসলাম শাফি প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন