বগুড়া সদরে ভিডিও কনফারান্সের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারান্সের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা উদ্বোধন ঘোষণা করেন।
পরে বগুড়া জেলা প্রশাসক মো: নুরে আলম সিদ্দিকী বগুড়া সদর উপজেলায় বসবাসকারি ১০ জন বিশিষ্ট নাগরিকের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, টিএমএসএস নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমসহ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণকারি ১০ বিশিষ্ট নাগরিকবৃন্দ। পর্যায়ক্রমে বগুড়ায় ৩ লাখ ৮০ হাজার ভোটারের মাঝে জাতীয় ম্মার্ট কার্ড বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন