হবিগঞ্জের বাহুবল উপজেলার ইজ্জতনগর গ্রামে দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এসময় বাধা দেয়ায় সেবাইতের বাড়িতে হামলা করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আটক করে। আজ সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হামলার শিকার পরিবারের লোকজন জানান, সকালে ইজ্জতনগর গ্রামের কতিপয় লোক স্থানীয় ভগবতী দুর্গাদেবীর মন্দিরের কিছু ভূমি দখল করতে যায়। সেখানে চাটাই দিয়ে ঘর তৈরি করে পানির ড্রাম রেখে দেয়। বিষয়টি বুঝতে পেরে মন্দিরের সেবাইত গুণেন্দ্র করের পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দখলকারীরা তার বাড়িতে হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারাও হামলার শিকার হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দখলদারদের উচ্ছেদ করে ৬ জনকে আটক করে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, মন্দিরের পাশের জায়গা নিয়ে মোতাব্বির গংদের সাথে মন্দিরের সেবাইত গুণেন্দ্র করের বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছিল। আজ মোতাব্বির গং ওই জায়গার দখল নিতে গেলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেউ মামলা দায়ের করেনি। মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৭/হিমেল