মাদারীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে মাদক মুক্ত যুব সংঘ নামে একটি সংগঠনের সভাপতি নাসির কাজীকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাস্তি এলাকার বজলু খানের ছেলে আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাসির কাজী একটি চায়ের দোকানে বসা অবস্থায় আল-আমিন খান কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।
পুলিশ সূত্র জানায়,দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো আল-আমিন। কয়েকমাস আগে আল-আমিনকে মাদকসহ পুলিশে ধরিয়ে দেয় মাদক মুক্ত যুব সংঘ নামে একটি সংগঠনের সভাপতি নাসির কাজী। এরপর জেল থেকে বের হয়েছে ক্ষিপ্ত হয়ে উঠে। প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজে। শুক্রবার সকালে চায়ের দোকানে পেয়ে দেশীয় ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
আহতের মামাত ভাই সবুজ মুন্সি বলেন, আলআমিন একজন মাদক বিক্রেতা। আমার ভাই বিভিন্ন সময় মাদক বিক্রিতে আল-আমিনসহ এলাকার সমস্ত মাদক বিক্রেতাকে বাধা প্রদান করে। এতে ক্ষুব্ধ হয় মাদক ব্যবসায়ীরা। একারনেই আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আমরা এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর