কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও সৌদি প্রবাসী হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, টেকনাফের উপকূলীয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে বেলাল হত্যা মামলার মূলহোতা বাহারছড়া উত্তর শীলখালী এলাকার মৃত মকবুল আলীর ছেলে আতা উল্লাহকে (৪২) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আশরাফুজ্জামান জানান।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৭/হিমেল