যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রনি হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় শহরের কালেক্টরেট পার্কে বান্ধবীর সাথে বসে গল্প করার সময় কয়েক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান রনি।
রনির বান্ধবী ইভা আক্তার রত্না বলেন, বিকেলে বন্ধু রনির সাথে বসে কালেক্টরেট পার্কে গল্প করছিলাম। সন্ধ্যার দিকে কয়েক যুবক এসে রনিকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় রনিকে হাসপাতালে ভর্তি করি।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাইদুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালী থানার এসআই আসাদুর রহমান বলেন, রনি নামের এক যুবককে ফিরোজ নামের এক সন্ত্রাসী তার লোকজন নিয়ে ছুরি মেরেছে বলে শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৭/হিমেল