নেত্রকোনায় সোমবার ১১ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে পারলাস্থ ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাম্পে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়, সেক্টর কমান্ডার ময়মনসিংহ বিজিবি’র বিজিবিএিম কর্নেল কাজী অনিরুদ্ধ, নেত্রকোনা ১১ বিজিবি’র সিও লেঃ কর্ণেল সাঈদ হোসেন ও সেকেন্ড ইন কমান্ড মেজর মকসুদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এক প্রীতি ভোজে সকলে অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান