কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এসএসকে রোড়ের ফায়র সার্ভিস এলাকা থেকে মিছিলটি বের করে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল।
এ বিষয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুদীপ রায় জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তার কর্তব্য পালন করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন