গাজীপুর সদর উপজেলার ভবানীরচালা এলাকায় অপহরণের ২৪দিন পর একটি গজারী বন থেকে সজিব (২২) নামে এক পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সজিব ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধীতপুর এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি রাজেন্দ্রপুর এলাকার এনএজেড পোশাক কারখানার অপারেটর ছিলেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান জানান, সজিব গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় তার চাচাতো ভাই মোস্তাফিজের বাসায় থেকে এনএজেড পোশাক কারখানার অপারেটর হিসেবে চাকরি করতো। গত ২৪ নভেম্বর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সজিব। পরে ২৮ নভেম্বর তার চাচাতো ভাই জয়দেবপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার