নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ৩টি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় সোমবার রাতে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।
মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত রবিবার রাতে যেকোন সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে কালভৈরবী মন্দির, শীতলা মায়ের মন্দির ও জয়কালী শিবপার্বতী মঠ মন্দিরে প্রবেশ করে ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়। সকালে মন্দিরের সেবায়েতসসহ স্থানীয়রা মন্দিরে প্রতিমা ভাংচুর দেখতে পেয়ে বিষয়টিকে মহানগর পূজা উদযাপন কমিটিকে অবগত করে। পরে সন্ধ্যায় তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম জানান, প্রতিমা ভাংচুর ঘটনার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমিসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আধারে ৩টি মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে। আমরা দুর্বৃত্তরা গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছি।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক জানান, মূর্তি ভাংচুরের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন