নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, গ্রেফতার আলাউদ্দিনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা ১৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ধামাইকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম