বরিশালে সাড়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ জাকিয়া বেগম (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। সোমবার দিবাগত রাতে নগরের কাশিপুর চৌহতপুর এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
আটক জাকিয়া বেগম কাশিপুর চৌহতপুর এলাকার বাবুর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুরের চৌহতপুরে মিয়াজি বাড়ি মসজিদ সংলগ্ন মুজাম্মেলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে সাড়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ জাকিয়া বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নাছির উদ্দিন মল্লিক।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম