দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরে ৭ শত বস্তা সার বোঝাই একটি ট্রাক কাঁকড়া নদীর বেইলি ব্রিজে ওঠার পর ভেঙ্গে নদীতে পড়ে গেছে। এতে দিনাজপুর-পার্বতীপুর সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার আনুমানিক সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গোলাপ চন্দ্র রায় নামে একজন ক্রীড়াবিদ জানান, বেইলি ব্রীজের পাশে বালুর চরে ম্যারাথন দৌঁড়ের চর্চা করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে ব্রিজের নিকট এগিয়ে এসে দেখেন ট্রাকটি সেতুর মাঝখানে পৌঁছামাত্র ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়ে নদীতে। স্থানীয়রা এসে ট্রাকচালক ও তার সহযোগিকে উদ্ধার করেন।
এ ব্যাপারে ট্রাকের হেলপার বাদশা মিয়া জানান, ট্রাকটি (চুয়াডাঙ্গা-ট ১১-০২৫৪) ৭ শত বস্তা সার নিয়ে যশোর নওয়াপাড়া থেকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। সকালে অতিরিক্ত কুয়াশা থাকায় সেতুতে উঠার পূর্বে ঝুঁকিপূর্ণ বোঝা যায়নি।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অতিরিক্ত ভারী যানবাহন সেতুতে উঠানোয় ব্রিজটি ভেঙ্গে পড়েছে। সেতুটি ভেঙ্গে পড়ায় উভয় পাশে ট্রাক, অটোটেম্পু, ভ্যান আটকা পড়েছে।
এদিকে, স্থানীয় কয়েকজন যুবক যাত্রীদের পারাপারের জন্য সাময়িকভাবে বাঁশের সাকো নির্মাণ করছে।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম সারওয়ার জানান, বেইলি ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর দুই পাশে সিগনাল সাইনবোর্ডও লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্ত দুর্ঘটনাকবলিত ১০ চাকার ট্রাকটি ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। যোগাযোগ স্বাভাবিক করার জন্য ১৫ দিনের মধ্যেই ব্রিজটিকে সংস্কার করা হচ্ছে।
তিনি আরও জানান, এই বেইলি ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী বছরের শুরুতে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দিনাজপুরের ৭টি বেইলি ব্রিজের মধ্যে ৫টি নির্মান কজের টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, দিনাজপুর সদরের সাথে সড়ক পথে ৭টি ঝুকিপূর্ণ বেইলি ব্রিজ রয়েছে। এর মধ্যে পার্বতীপুর সড়কেই ৩টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণভাবে রয়েছে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ