সিরাজগঞ্জে ইয়াবাসহ সবুজ হোসেন (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পৌর এলাকার মিরপুর ওয়াপদা বাঁধ এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়। আটক সবুজ মিরপুর মহল্লার শহিদুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আলী জাহান জানান, দীর্ঘদিন ধরে সবুজ মিরপুর এলাকায় বিভিন্ন মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার