মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তেতুইতলা গ্রামের পরিত্যক্ত জমি থেকে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইফুল ওই গ্রামের আক্কাস আলীর ছেলে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রাণ বন্ধু জানান, সাইফুলের বাড়ির কাছে জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কীভাবে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার