ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রায় ২১ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে র্যাব-৬।
আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের প্রথম আলো সড়ক থেকে তাদেরকে আটক করে। আটকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের মৃত সুনীল দাসের ছেলে স্বপন দাস ও তার সহোদর ভাই সুমন দাস।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসপি গোলাম মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই ইয়াবা ব্যবসায়ী বাইকেল যোগে ইয়াবার চালান নিয়ে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছে।
র্যাবের একটি দল কালীগঞ্জ উপজেলার প্রথম আলো সড়কে অবস্থান নেয়। এরপর দুইজনকে গতিরোধ করে তল্লাসি চালিয়ে প্রায় ২১ হাজার পিস ইয়ার উদ্ধার করে।
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান