ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের জীবনমান উন্নয়নে উপজেলার সরকারি গুরুত্বপূর্ণ দফতর প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা। এ সময় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমার, এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের শফিকুল ইসলাম, সদর উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য প্রফুল্ল চন্দ্র রায়, মাহবুবুর রশিদ, আশরাফ হোসেন।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক রাজু বাসফোর। বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের প্রাত্যহিক জীবনের নানা সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা