বীরগঞ্জে পাকিস্তানী নাগরিককে বাংলাদেশের স্থায়ী নাগরিক দেখিয়ে ভূমিদস্যুরা অন্যের ক্রয়কৃত ও ভোগদখলীয় ৫৩ শতক জমি রেজিষ্ট্রি নিয়ে জবর দখলের চেষ্টা করছে। এক্ষেত্রে দলিলে ভূয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ ব্যবহার করে করেছে ভূমিদস্যুরা। ওই জমির প্রকৃত মালিক দাবিদার দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের মৃত আকবর আলীর ওয়ারিশ ছেলে আশিকুর রহমান অপু সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আজ দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি এই ভূয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ দিয়ে জমি রেজিষ্ট্রির বিষয়টির তদন্ত ও জমি দখলের বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসান ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার