সিলেটের বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যাপিঠ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদরাসা থেকে ফের এক ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের এতদিন পেরিয়ে গেলেও তার সন্ধান দিতে পারেনি কেউ। ইমদাদুল হক মিলন (১৫) নামের ঐ ছাত্র মাদরাসার হিফজ বিভাগের (আবাসিক) শিক্ষার্থী এবং সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মুকিরগাঁও গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
ইমদাদ নিখোঁজের ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ থানায় কোনো জিডি না করলেও ৮দিন পর তার পিতা বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (৪৩৪/০৯.১২.২০১৭ইং) করেন। ১৩দিন পেরিয়ে যাবার পরও মাদরাসা কর্তৃপক্ষ কোন আইনানুগ ব্যবস্থা না নেয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
সূত্র জানায়, গত ২ ডিসেম্বর সকালের খাবার সেরে ক্লাশের উদ্দেশ্যে বের হয় ইমদাদুল হক মিলন। তবে, অইদিন সে ক্লাশে উপস্থিত হয়নি। তাকে ক্লাশে না পেয়ে পুরোদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পাননি হিফজ শাখার প্রধান শিক্ষক শওকত আলী। তিনি রাত সাড়ে ৭টার দিকে ইমদাদের পিতা শওকত আলীকে ছেলে নিখোঁজের সংবাদ দেন।
হিফজ শাখার প্রধান শিক্ষক শওকত আলী জানান, ২ ডিসেম্বর ইমদাদকে না পেয়ে তাৎক্ষণিক তার আত্মীয়কে বিষয়টি (যিনি মাদানীয়া মাদরাসার শিক্ষার্থী) অবহিত করি। সারাদিন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওইদিন রাতে তার পিতার কাছে ফোনের মাধ্যমে জানতে চাই, সে বাড়িতে গেছে কি না। কারণ এর আগেও সে ক্লাশ ফাঁকি দিতে কয়েকবার মাদরাসা থেকে পালিয়েছে।
ইমদাদের পিতা ইব্রাহিম আলী জানান, ২ ডিসেম্বর রাতে মাদরাসা শিক্ষক শওকত আলী আমাকে ছেলে নিখোঁজের বিষয়টি জানান। মাদরাসা কর্তৃপক্ষ জিডি না করে
আপনার জিডি করার কারণ কি-জানতে চাইলে তিনি বলেন ওই প্রধান শিক্ষক আমাকে বিশ্বনাথে ডেকে নেবার পর থানায় গিয়ে জিডি করি।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বলেন, ছোট বাচ্চা হওয়ায় প্রথমে ভেবেছিলাম বাড়িতে গেছে। তাই সব জায়গায় খুঁজতে গিয়ে জিডি করতে দেরী হয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, জিডির প্রেক্ষিতে নিখোঁজ ছাত্রকে খোঁজে বের করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর মাদরাসা থেকে নিখোঁজ হয়েছিলেন ফজিলত ১ম বর্ষের ছাত্র সালমান আহমদ (১৭)। পরদিন ৩০ ডিসেম্বর সকালে উপজেলা সদরের নতুন বাজারের তফজ্জুল আলী কমপ্লেক্স ও মাদরাসার প্রিন্সিপাল শিব্বির আহমদের বাসার মধ্যবর্তী সড়কে তার মৃতদেহ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল