মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন পরিষদের সদস্যবৃন্দ। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে চেয়ারম্যানকে বহিস্কার করার দাবিতে ৩ ডিসেম্বর ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ তারা।
অভিযোগের অনুলিপি মানিকগঞ্জ জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ ঢাকা, কমিশনার ঢাকা বিভাগ সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। একমাত্র ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ দরবেশ আলী ছাড়া নালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য একমত পোষণ করে এই অভিযোগে পত্রে স্বাক্ষর করে।
অনাস্থার বিষয়ে নালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সঠিক নয়। এ বিষয় নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল