নাটোরের বাগাতিপাড়ার বড়ালঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। অধিদপ্তরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিনে এ ঘটনার তদন্ত করেছেন। ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করে জেলা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।
পরে ওই ঘটনার সচিত্র সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ায় অধিদপ্তরের নির্দেশে ঘটনার তদন্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, ‘অধিদপ্তরের নির্দেশে আমি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করি।’ তবে খুব অল্প সময়ের মধ্যেই ওই ঘটনায় কি হবে, তা জানা যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বড়ালঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকদিন যাবত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠে। বিষয়টি নিশ্চিত করতে গত (২১নভেম্বর-১৭) মঙ্গলবার বেলা বারটার দিকে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ায় অভিযোগের সত্যতা মেলে। প্রধান শিক্ষক নিজে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন না করা এবং ক্লাস না নিয়ে শিক্ষকদের বাইরে বসে থাকাসহ শিক্ষার্থীদের বাইরে এলোমেলোভাবে ঘুরতে দেখেন তিনি।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল