বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোজাহার আলী পাহালোয়ান (৬৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আদমদীঘির সান্তাহারের হবির মোড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোজাহার আলী উপজেলার ছাতিয়ানগ্রামের রিয়াজ উদ্দিন পাহালোয়ানের ছেলে।
বগুড়ার আদমদীঘির সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ মুসা মিয়া জানান, মোজাহার আলী বাইসাইকেল নিয়ে সান্তাহার শহরে আসার পথে সড়ক অতিক্রম করার সময় নওগাঁ থেকে বগুড়া অভিমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব