ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩ লাখ ৯২ হাজার ভোটারের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এই স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কূরাইশীর হাতে স্মার্টকার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আজম, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিটু দত্ত, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক রাজিউর রহমান স্বপন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সূচরিতা দেব প্রমুখ।
কার্ড বিতরণের পূর্বে প্রজেক্টরের মাধ্যমে নতুন ভোটারদের নতুন করে দুটি তথ্য কমিশনকে দিতে হবে। এতে সব ভোটারদের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হবে যেটা কার্ডের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত হবে। নতুন এই দুটি তথ্য ছাড়াও ভোটার হওয়ার সময় দেওয়া আরও বেশকিছু তথ্যও সংরক্ষিত থাকবে। এগুলো হলো- ব্যক্তির নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পেশা, বয়স, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন সনদ, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন এবং ধর্ম এসব বিষয় সংরক্ষিত থাকবে তা দেখানো হয়।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৮/আরাফাত