বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দীন আহমেদ (পিএইচডি, এফসিএ) নোয়াখালীতে শিক্ষক শিক্ষাক্রম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, “শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের বিষয়ে সবসময় আন্তরিক। আগামীতে এ সরকার আবার ক্ষমতায় আসলে সকল বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক স্কুলকে সরকারি করার পরিকল্পনা রয়েছে। তাই এ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
তিনি এক প্রশ্নের জবাবে আরো বলেন, নোয়াখালী উপকূলীয় সুবর্ণচরকে বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে বাস্তবায়ন করলে নোয়াখালী অঞ্চলের বেকারত্ব দূর হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বিশেষ অথনৈতিক জোন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীসহ সকলের হস্তক্ষেপ কামনা করেন।
রবিবার দুপুরে নোয়াখালী জিলা স্কুলে ৬ দিনব্যাপী শিক্ষক শিক্ষাক্রম প্রশিক্ষণ কোর্স-এর সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলার ৯ টি উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ১২০০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন